লেখিকা সম্পর্কে

১২:৪০ AM GK Dutta 0 Comments

.... চিরশ্রী দেবনাথের, জন্ম 1979 এর 12 ফেব্রুয়ারি উওরপূর্ব ভারতের এিপুরা রাজ্যের কৈলাসহর নামের একটি ছোট শহরে। বাবা রাধাগোবিন্দ মজুমদার সংস্কৃতের অধ্যাপক ছিলেন এবং মা প্রয়াতা মায়ারাণী মজুমদার।   তিনি আসাম বিশ্ববিদ্যালয়ে গণিত শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন এবং প্রথম বিভাগে দ্বিতীয় স্হান অধিকার করেন। ছোটবেলা থেকেই লিখতে ভালবাসেন, ছোটগল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি।  বিভিন্ন লিটিল ম্যাগাজিনে ও দৈনিক পএিকায় নিয়মিত লিখেন। পেয়েছেন এিপুরা সরকারের অদ্বৈত মল্লবর্মণ ছোট গল্প পুরস্কার, স্রোত সাহিত্য প্রকাশনার ছোটগল্প পুরস্কার, এিপুরা সরকার তথ্য আয়োগ দপ্তর কর্তৃক আয়োজিত প্রবন্ধ  প্রতিযোগিতায় পুরস্কার। কবিতা ভালবাসেন তাই লিখে যেতে চান। কবিতায় নিজের কথা, মেয়েদের কথা বলতে ভালবাসেন। 

0 মন্তব্য(গুলি):